প্রকাশিত: ২৪/১০/২০১৪ ১:০৫ অপরাহ্ণ
টেকনাফে ইয়াবাসহ আটক-৪

46397_greptar
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি |
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফের চৌধুরীপাড়া এলাকার ছিদ্দিকের ছেলে মো. ইসমাঈল (৫২) এবং মিয়ানমারের মংডুর এলাকার আব্দু রহমানের ছেলে মো. রফিক (১৮), আব্দু শুক্কুরের পুত্র নুর ইসলাম (৩০), ও আব্দুল হাকিমের পুত্র ইসমাঈল (২১)।
২৩শে অক্টোবর বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়ার একটি বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ইয়াবা পাচারকারী একটি চালানের লেনদেন করার গোপন সংবাদে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। যার মুল্য ১ কোটি ২০ লক্ষ রটাকদা। এ সময় নগদ ৪ লাখ ৫৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয় এবং অপর এক পাচারকারী পালিয়ে যায়। তিনি আরও জানান, আটককৃত ও টেকনাফের চৌধুরপাড়ার আব্দুল হামিদের পুত্র মোঃ আমিনকে পলাতক দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পক্রিয়া চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...