প্রকাশিত: ২৪/১০/২০১৪ ১১:২৬ পূর্বাহ্ণ

images
বিশেষ প্রতিবেদক:: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়–য়া পাড়ায় পুলিশ পরিচয়ে ৫/৬ জন দুর্বৃত্ত গৃহকর্তাকে অপহরণ করে মূল্যবান ১২টি ডায়মন্ড পাথর, ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ২১ অক্টোবর রাত ১২টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবার ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী মৃত পবিত্র দপ্ত বড়–য়ার ছেলে অর্জুন দপ্ত বড়ুয়া সাংবাদিকদের জানান, ২১ অক্টোবর রাত ১২টার দিকে পুলিশ পরিচয়ে ৫/৬ জন দুর্বৃত্ত তাকে ঘুম থেকে ডেকে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে গিয়ে বিনা অজুহাতে বসিয়ে রাখে। সে জানায়, তার অনুপস্থিতির সুযোগে তৎক্ষালিন ব্রিটিশ যুদ্ধে সেনাবাহিনীর গাড়ী চালক হিসেবে কর্মরত থাকা তার বাবা মৃত পবিত্র দপ্ত বড়–য়াকে কর্মদক্ষতার জন্য পুরস্কৃত করা ১২টি মূল্যবান ডায়মন্ড পাথর, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এব্যাপারে জানতে চাওয়া হলে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচচু মিয়া তাকে ফাঁড়িতে বসিয়ে রাখার জন্য সিপাহীদের গালমন্দ করা হয়েছে। তবে লুটপাটের বিষয়ে তিনি জানেন না। স্থানীয় প্রত্যক্ষদর্শী অনুমদর্শী বড়–য়া তার বাড়ীতে ডায়মন্ড পাথর থাকার সত্যতা স্বীকার করে বলেন গ্রামের অনেকেই জানে অর্জুন দপ্ত বড়–য়ার কাছে থাকা ডায়মন্ড পাথরের কথা। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, এব্যাপারে প্রেম লাল বড়–য়া, রনজিত বড়–য়া ও স্থানীয় ইউপি সদস্য সুব্রত বড়–য়াকে অভিযুক্ত করে একটি অভিযোগ ইউনিয়ন পরিষদে দায়ের করেছে। আগামী ৩১ অক্টোবর সালিশী বৈঠকে তাদেরকে নোটিশের মাধ্যমে হাজির থাকার জন্য বলা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...