প্রকাশিত: ২২/১০/২০১৪ ১:৫৫ অপরাহ্ণ , আপডেট: ২২/১০/২০১৪ ২:০২ অপরাহ্ণ
টেকনাফে ইয়াবাসহ আটক ৯

46397_greptar
সিএসবি২৪ ডটকম ॥
নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে ৭হাজার পিচ ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ মহিলা, ১ পুরুষ ও ৪ শিশু রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ৪২ বিজিবির দমদিমিয়া বিওপি’র সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা একটি নাফ নদীর জাদিমোড়া সীমান্ত পয়েন্টে থেকে তাদের আটক করে।
টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক মোঃ আবুজার আল জাহিদ জানান, অনুপ্রবেশকারী একটি রোহিঙ্গা বোঝায় নৌকাতে আটকের পর তল্লাশী চালিয়ে ২১ লাখ ১০ হাজার ৮শ’ টাকা মূল্যমানের ৭ হাজার ৩৬ পিস ইয়াবাসহ মিয়ানমার মংডু জেলার কোনাপাড়া এলাকার মোঃ শহিদুল আমীনের স্ত্রী রাকিয়া বেগম (২২), সাথে শিশু কাউসার বিবি(৪), মোঃ আব্দুর রশিদের স্ত্রী দিন নেওয়াজ বেগম (২৫) সাথে শিশু লুৎফরা বিবি(৭), মৃত আব্দুল আমিনের স্ত্রী হামিদা বেগম(৩০), মৃত- আবু সিদ্দিকে স্ত্রী মিনারা বেগম (২৫), সাথে শিশু হোসনেআরা (৫) ও হারিস বিবি (২) ও মোঃ আব্দুল মালেকের পুত্র মোঃ আব্দুল খালেককে (৩০) আটক করে।
উদ্ধারকৃত কাঠের নৌকা টেকনাফ শুল্ক অফিসে এবং ইয়াবা ট্যাবলট টেকনাফ থানায় হস্তান্তর ও ধৃত আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রাখার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...