প্রকাশিত: ২০/১০/২০১৪ ১০:৫৬ অপরাহ্ণ
উখিয়া থানা পুলিশের অভিযানে ২৮ জন আটক

46397_greptar
শহিদুল ইসলাম, উখিয়া॥
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮ জন পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। কক্সবাজারের জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের নির্দেশে উখিয়া থানার ওসি অংসা থোয়াই নেতৃত্বে উপজেলার ৫ টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে তল্লাশী চালিয়ে উল্লেখিত পরিমাণ আসামী গুলো আটক করতে সক্ষম হয়েছে। উখিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, আটককৃতদের মধ্যে বন মামলা, হত্যা মামলা, জমি সংক্রান্ত বিরোধের আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।

উখিয়ায় ২ জন সাজাপ্রাপ্ত আসামী আটক
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরির্দশক কাউছার আহমদ ও দীপক চন্দ্রের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে পালংখালী এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে আব্দুল্লাহ প্রকাশ আব্দু (৪৫) সেই দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী। অপর আসামী হলেন জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মৃত আহমদ হোছনের ছেলে ফরিদ উদ্দিন (২৮)। উখিয়া থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ আটকের সত্যতা স্বীকার করেন।

উখিয়া থানা পুলিশ ফের ৯ জন মালেশিয়াগামী আটক
কক্সবাজারের উখিয়ার থানা পুলিশ ফের ৯ জন মালেশিয়াগামী যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন। ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমানে নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজার টেকনাফ সড়কের মেরিন ড্রাইভ সংলগ্ন ডেইলপাড়া এলাকা থেকে ৯ জন মালেশিয়াগামী যাত্রীকে আটক করেছে। আটকৃতরা রামু উপজেলার ঈদগড় এলাকার নূরুল আলমের ছেলে কামাল হোছন (২০), ফোরকান আহমদের ছেলে আবুল বশর (২৬), মোক্তার আহমদের ছেলে জসিম উদ্দিন(২০), বদিউল আলমের ছেলে মোরশেদ আলম (২৪), শুক্কুর আহমদের ছেলে হাফেজ আহমদ (২২), আহমদ ছৈয়দের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৭), বাদশা দফাদারের ছেলে আব্দুস সাত্তার (৩০), শরিয়তপুরের মৃত আল হোছন বেপারির ছেলে মোহাম্মদ শাহজাহান বেপারি (৪৫), মোহাম্মদ চৌধুরীর ছেলে দাদন মিয়া (৩০)। উখিয়া থানার ওসি অংসা থোয়াই সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...