প্রকাশিত: ২০/১০/২০১৪ ৯:৫৬ অপরাহ্ণ
ঈদগাঁওতে বন্দুক যুদ্ধ ঃ অস্ত্র ও গুলি উদ্ধার

Bonduk20131115121739
সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে পুলিশ-সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল উদ্দিন (৩০) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ কামাল উদ্দিন চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের আবদুচ ছালামের পুত্র।

সোমবার ২০ অক্টোবর ভোর রাতে চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন স্থানে বেড়ি বাঁধের উপর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৩ রাউন্ড গুলিসহ একটি দেশিয় তৈরী এলজি উদ্ধার করেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (উপ পরিদর্শক) মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান ঘটনার দিন রাত ৮ টা’র দিকে তার নের্তৃত্বে একদল পুলিশ চৌফলদন্ডী বাজার থেকে কামালকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কামাল তার কাছে অস্ত্র থাকার কথা পুলিশকে জানালে পুলিশ গভীর রাতে তাকে নিয়ে চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন বেড়ি বাধে পৌঁছেন এবং কামাল বেড়ি বাধের গোপন স্থান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা গুলিসহ একটি দেশীয় তৈরী এলজি বের করে পুলিশের হাতে দেয়। অভিযান শেষ করে ফেরার পথে কামালের সহযোগীরা নৌকার উপর থেকে পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করলে আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়কালে কামাল দৌঁড়ে পালানোর সময় তার পায়ে গুলি লাগে। আহত কামাল বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে কামালের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবী কামালের বিরুদ্ধে খুন, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...