প্রকাশিত: ১৮/১০/২০১৪ ৮:০৭ অপরাহ্ণ , আপডেট: ১৮/১০/২০১৪ ৮:৫০ অপরাহ্ণ
রামুতে এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত বালিকা

timthumb.php
রামু প্রতিনিধি::
কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের ঘটনার এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত জন্নাতুল বকেয়া (১৫)। এ অপহরণের ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে ২১ সেপ্টেম্বর রামু থানায় একটি এজাহার দায়ের করে অপহৃত বালিকার বাবা নুরুল ইসলাম। তার বাড়ি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের জুলেখাঁর পাড়া গ্রামে।

Balika ramu apoharon
অভিযুক্তরা হলেন- উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী এলাকার আপন ধর ও স্বপন ধর।
নুরুল ইসলাম জানান, তার মেয়ে জান্নাতুল বকেয়া চৌমুহনী এস,আর সুপার মার্কেটের সুলতানা জুয়েলার্সে দর্জির কাজ করতো। গত ১৮ নভেম্বর রাত ১১টার দিকে তার মেয়ে তান্নাতুলকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ এক মাসেও খোঁজ মিলেনি তার মেয়ের। এ ঘটনায় সংশি¬ষ্ট আইন-প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...