প্রকাশিত: ১৭/১০/২০১৪ ১১:৪৪ অপরাহ্ণ
জনসম্মুখে গার্লফ্রেন্ডকে খুন, ভিডিও করায় ব্যস্ত পথচারী !

46063_kh
কাজী আরিফ আহমেদ::
বলিভিয়ায় ঘটে গেলো লোমহর্ষক ও একই সঙ্গে ন্যাক্কারজনক এক ঘটনা। ২২ বছরের এক তরুণ তার ২১ বছর বয়সী গার্লফ্রেন্ডকে জনসমক্ষে ছুরিকাঘাতে হত্যা করলো। অথচ, ঘটনাস্থলে প্রায় ২০ জন পথচারী জড়ো হলেও, তাদের কেউ এগিয়ে আসেননি হতভাগ্য ওই তরুণীর প্রাণ বাঁচাতে। বরং, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখেছেন। ভ্যানেসা নামের ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার ভিডিও করেছেন তারা। হত্যাকারী তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। অন্যান্য দিনের মতোই গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় ত্রিনিদাদ শহরের একটি রেস্টুরেন্টে কাজে যান ভ্যানেসা। সেখানে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত বয়ফ্রেন্ড ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে ভ্যানেসাকে। এ সময় সেখানে এ ঘটনা দেখতে জড়ো হয়েছিলেন পথচারীরা। কিন্তু, তারা সিনেমা দেখার মতোই যেন নিজেদের স্থানে অনড় দাঁড়িয়ে ছিলেন এবং ঘটনার ভিডিও করায় ব্যস্ত ছিলেন। বাধা দেয়ার প্রয়োজন বোধ করেননি তারা। ন্যূনতম মানবিক কোন বোধও তাদের কারও মধ্যে উঁকি দেয়নি। এ ঘটনায় মৃত্যু হয় ভ্যানেসার। ওই তরুণও আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে আহত তরুণকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যক্ষদর্শীরা যদি বাধা দিতেন, সেক্ষেত্রে ওই তরুণীকে হয়তো বাঁচানো যেতো বলে মন্তব্য করেছেন ত্রিনিদাদ জেলার আইনজীবী উইলমা ব্ল্যাজ। জাতিসংঘের একটি পরিসংখ্যান অনুযায়ী, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে বলিভিয়িায় নারীদের ওপর শারীরিক নির্যাতন ও সহিংসতার হার সবচেয়ে বেশি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...
নাফনদীতে যৌথ অভিযানে ২ লক্ষ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক, ট্রলার জব্দ

নাফনদীতে যৌথ অভিযানে ২ লক্ষ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক, ট্রলার জব্দ

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার):: কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনায় কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ২ লাখ ...