টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে ...
ইমরান জাহেদ::
কক্সবাজারের উখিয়ার উপকূল ইনানী বিজিবি’র সদস্যরা রেজু ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি চালক ও হেলপার সহ ১৫ জন কে আটক করেছে। আটককৃতদের শুক্রবার রামু থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ইনানী বিজিবি’র নায়েব সুবেদার জাকির হোসন জানান, আটককৃত ১৩ জন মালেশিয়াযাত্রীর বাড়ি চট্টগ্রামের বাশঁখালীতে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তারা একটি মাইক্রোযোগে সোনারপাড়া আসার পথে রেজু ব্রীজ এলাকা থেকে আটক করা হয়েছে। মালেশিয়াযাত্রী পরিবহনের দায়ে মাইক্রোবাস ও চালক হেলপারকে আটক করা হয়েছে।
পাঠকের মতামত