উপকুলীয় সংবাদদাতা ॥
বিদেশ যাত্রা যেন শামলাপুর বাসীর জন্য এক বিরাট অভিশাপ। এ অভিশাপ সরাসরি গ্রাস করতেছে এলাকার উঠতি বয়সী যুবক সহ ২/৩/৫ সন্তানের জনকদের। হুমকির মুখোমুখি হয়েছে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম। গত ১৫ অক্টোবর টেকনাফ শামলাপুর রোহিঙ্গা পল্লী থেকে পতিতা সহ ৪সন্তানের জনক আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমানের নেতৃত্বে উক্ত রোহিঙ্গা পল্লীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত পতিতা শামলাপুর রোহিঙ্গা পল্লীতে বসবাসরত প্রবাসী দিল মোহাম্মদের স্ত্রী ছলেমা (প্রকাশ সৌদিয়ানী) (২৬) ও শামলাপুর নয়াপাড়া গ্রামেরস্থানীয় ৪সন্তানের জনক। গত ১৬ অক্টোবর বিকাল ৪ঘটিকার সময় তাদের কোর্টে সোপর্দ করা হয়। তাদের কাছে তাদের সম্পর্ক সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমাদের এই সম্পর্ক দীর্ঘ ৩ বছরের, দুর থেকে হাসি, হাসি থেকে সম্পর্ক, সম্পর্ক থেকে অবৈধ কার্যকলাপ। পতিতা সৌদিয়ানীর একটি মেয়ের বিয়েও হয়েছে। স্থানীয়রা জানান, সৌদিয়ানীকে বহুবার এরকম অবৈধ কার্যকলাপে মত্ত অবস্থায় দেখা গিয়েছে। এছাড়া স্থানীয় শামলাপুর বাজারপাড়ার ৩ সন্তানের জনক আমান উল্লাহর বিরুদ্ধেও রোহিঙ্গা পল্লীর রহিমা (প্রকাশ মালেশিয়ানী) নামক এক প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। এলাকার এরকম অবৈধ কার্যকলাপ সম্পর্কে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত পল্লীতে যৌনকার্যে লিপ্ত স্থানীয় একটি সিন্ডিকেটের নাম লিপিবদ্ধ করে তাদের আটক করার জন্য আমরা তৎপর রয়েছি।
প্রকাশিত: ১৭/১০/২০১৪ ৮:০৫ অপরাহ্ণ
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে ...
পাঠকের মতামত