প্রকাশিত: ১৫/১০/২০১৪ ৩:১১ অপরাহ্ণ
ডাক্তারের চেম্বার এমআরদের দখলে, প্রতারণার শিকার সাধারণ রোগী

index2
হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে দিন দিন দৌরাতœ বেড়ে চলেছে বিভিন্ন ঔষধ কোম্পানীর লোকজন এমআরদের। ডাক্তারদের কাছে গেলে ঔষধ কোম্পানির লোকের কারণে সেখানে ঢোকা যায় না। আর ডাক্তার দেখিয়ে বের হলে ঔষধ কোম্পানির লোকেরা ছোঁ মেরে প্রেসক্রিপসন কেড়ে নেয় বলে অভিযোগ করলেন ভুক্তভুগি রোগীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রত্যেক্ষ ডাক্তাদের চেম্বাাওে ঔষধ কোম্পানির লোকের কারণে চেম্বারের বাইরে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। রোগিদের থেকে যেন ঔষধ কোম্পানির লোকই বেশি থাকে। আর তারা ভীড় করে রোগীদের অসুবিধা সৃষ্টি করে। বিভিন্ন ডাক্তারের চেম্বার ঘুরে এর সত্যতা পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে এক ঔষধ কোম্পানির এম.আর জানিয়েছেন, তাদের কোম্পানি থেকে ডাক্তারদের কমিশন দেয়া হয়। শর্ত মোতাবেক কমিশন নিয়ে ডাক্তাররা তাদের ঔষধ রোগীদের দিচ্ছে কিনা তাই তারা দেখে। আর এটা তাদের দায়িত্ব। চাকরি রক্ষা করতে রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে দেখতে হয় তাদের। এছাড়া স্ব-স্ব ঔষুধ কোম্পানী নাম স্বরণ করে দেয়ার জন্য এমআররা চেম্বারে গিয়ে দৈনিক কয়েক বার সালাম করে আসে যাতে তাদের কোম্পানী ঔষুদের নাম প্রেসক্রিপসনে লিখে দেয়। অন্যদিকে সীমান্ত এলাকা ভাল ডাক্তারের অভাব বেশী। সাপ্তহিক চিকিৎসা করতে আসা ডাক্তারে খরছও বহন করে কয়েকজন এমআর। তার বিনিময় তার কোম্পানী ঔষুদের নাম প্রেসক্রিপসনে লিখে দেয়। অভিযোগ আছে কতিপয় এমআরের বিরুদ্ধে সাপ্তহিক চিকিৎসা করতে আসা ডাক্তারের সিরিয়ালের অনিয়মে প্রভাব পেলা। এতেও দূর্ভোগে পড়ে সাধারণ রোগীরা। রোগীদের সাথে কথা বলে জানা গেছে আগে তারা যে রোগের কারণে চিকিৎসা নিতে আসতো এবং তার জন্য যে ঔষধ দেয়া হত, সে একই রোগের কারণে ডাক্তাররা এখন তার দ্বিগুন ঔষধ দেয়। ডাক্তারদের কমিশন (প্রতি মাসে ১০-২ হাজার পর্যন্ত) খাওয়াতে রীতিমত প্রতিযোগিতা শুরু করে তারা। আর অধিক হারে কমিশন খাওয়ার ফলে কখনো কখনো প্রয়োজনের অতিরিক্ত ঔষুধও দিয়ে থাকেন তারা। নীতি নৈতিকতা সর্ম্পকে তাদের বহু শর্ত দেয়া হয়। কিন্তু অনেকেই তা মানেনা। ডাক্তাররা যদি অসহায় রোগিদের কথা চিন্তা করে তবে তাদের পক্ষে এসব সমস্যা সমাধান করা অনেক সহজ ব্যাপার। ডাক্তারদের মধ্যে আলোচনা করে এসব সমস্যা সমাধান করা যেতে পারে বলে মনে করেন সচেতন মহল। এদিকে প্রশাসনে সঠিক নজরদারী না থাকায় এমআরদের দৌরাতœ বেড়েছে বলে মনে তারা। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবানও জানিয়েছেন সচেতন মহল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...