প্রকাশিত: ১৫/১০/২০১৪ ৩:০২ অপরাহ্ণ
বদির মুক্তির জন্য নামানো হল স্কুল শিক্ষার্থীদের

Bodi-120141012121151-300x176
দুর্নীতির মামলায় কারাবন্দি ‘ইয়াবা সম্রাট’ খ্যাত সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তির দাবিতে কক্সবাজারের টেকনাফে স্কুল শিক্ষার্থীদের মাঠে নামানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে বাধ্য করার পাশাপাশি শিক্ষক ও ব্যবসায়ীদেরও বদি মুক্তি আন্দোলনে নামতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় রবিবার টেকনাফে আওয়ামী লীগের সংসদ সদস্য বদিকে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। বদির বিরুদ্ধে ইয়াবা চক্রকে মদদ দেওয়ার অভিযোগও রয়েছে।

বদিকে কারাগারে পাঠানোর পরপরই তার সমর্থকরা টেকনাফ-কক্সবাজার সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে ভাংচুর চালায়।

এর একদিন বাদেই সোমবার সকালে তার মুক্তির দাবিতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন হয়, যাতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দেখা্ গেছে।

এরপর ওই বিদ্যালয়টির শিক্ষার্থীরা বদির মুক্তি দাবিতে মিছিল করে টেকনাফের ইউএনও’র কাছে স্মারকলিপি দিতে যায়।

আওয়ামী লীগ নেতা বদির সমর্থক ও স্কুলের পরিচালনা কমিটির কিছু সদস্য শিক্ষার্থীদের জিম্মি করে এ কর্মসূচিতে পাঠায় বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

স্মারকলিপি দেওয়ার কথা স্বীকার করলেও মানববন্ধন ও মিছিল করার কথা অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ।

তিনি বলেন, ‘এমপি আবদুর রহমান বদি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। পরিচালনা কমিটির অন্য সদস্যদের অনুরোধে সভাপতির মুক্তির দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা গিয়েছিল। তবে তারা মানববন্ধন কিংবা মিছিল করেনি।’

কমিটির অন্য সদস্য কারা জানতে চাইলে তিনি বলেন, ‘সদস্যদের মধ্যে এমপি সাহেবের মামাত ভাই ইউসুফ মনুসহ সবাই ছিল।’

শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ইউএনও মো. শাহ মোজাহিদ উদ্দিন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, তারা মিছিল নিয়ে গেলে ইউএনও বিস্ময় প্রকাশ করেন। শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে রাখতে তিনি শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের পরামর্শ দেন।

স্মারকলিপি গ্রহণ না করার বিষয়ে ইউএনও মোজাহিদ উদ্দিন বলেন, ‘ক্লাস চলাকালীন যেখানে মন্ত্রীদের সংর্বধনা জানাতে শিক্ষার্থীদের যাওয়ায় নিষেধ রয়েছে, সেখানে স্মারকলিপি গ্রহণ করা উচিত নয়। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের ছাড়া শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের আসতে বলা হয়েছে।’

শিক্ষার্থীদের নিয়ে এমন কাজ থেকে বিরত থাকতে পরিচালনা কমিটি ও শিক্ষকদের জানিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

সূত্র :: বাংলাদেশ প্রতিদিন:

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...