প্রকাশিত: ১৪/১০/২০১৪ ৪:৪৪ অপরাহ্ণ , আপডেট: ১৪/১০/২০১৪ ৫:১৬ অপরাহ্ণ
বিয়ে পাগল ৬ বছরের শিশু!

dddd20141014035243_36568
অনলাইন ডেস্ক:
বয়স মাত্র ৬। অতচ বিয়ের জন্য পাগল হয়ে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সে। পরিবারকে হুঁশিয়ার করে বলছে, এখন যদি বিয়ে নাই করতে পারি, তাহলে আর বিয়েই করব না! বিয়ের মজা ছয় বছরেই!’

ব্রিটেনে জন্মানো এই শিশুটির নাম তার ডিন। এই বয়সেই তার বিয়ের আগ্রহের খবর ইউটিউবে ব্যাপক আলোড়ন তুলেছে। ইতিমধ্যে আড়াই লাখ দর্শক ভিডিওটি দেখেছেন।

বিয়ের ব্যাপারে ডিন যেসব যুক্তি তুলে ধরেছেন তা পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ডিন বলেছে, ‘আমার বয়স ছয় বছর পার হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরই আমি সাত বছরে পা রাখতে যাচ্ছি। এখনই আমার বিয়ের বয়স! হিসাবে আমার বয়স মিলিয়ন বিলিয়ন সপ্তাহ পার হয়ে গেছে! কিন্তু এর পরও কেন বিয়ে নয়?’

কোনো কোনো সময় আবার ডিন বলেছে, ‘আমার মনে হয় আমার বয়স ৮০ বছর পার হয়ে গেছে। তাই আমি এখনই বিয়ে করতে চাই।’

কেবল এসব বলেই ক্ষান্ত হচ্ছে না এই খুদে বিয়েপাগল। রীতিমতো ঘরের আসবাব ছুড়ে ফেলছে। আর এতে বিরক্ত হয়ে উঠেছেন তার পরিবারের সদস্যরা। কারণ, সেদেশে বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর।

ডিনের বাবা তাকে বারবার বোঝাচ্ছেন, ‘বাবা, তোমার বয়স মাত্র ছয় বছর। এখন তো তোমার বিয়ের বয়স হয়নি। তোমার বিয়ের বয়স হতে আরো ৬২৬ সপ্তাহ বাকি। সেই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে।’ কিন্তু ডিনের সাফ জবাব, ‘এখন যদি বিয়ে নাই করতে পারি তাহলে আর বিয়েই করব না! বিয়ের মজা ছয় বছরেই!’

পাঠকের মতামত

রামদা'য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

রামদা’য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

চট্টগ্রাম প্রতিনিধিঃ সময়টা ২০১৫ সালের ২ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তখন মুখরিত ছিলো ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ...