প্রকাশিত: ১২/১০/২০১৪ ৮:২০ অপরাহ্ণ

imagesfgbn
সিএসবি২৪ডটকম ॥
উখিয়ায় মালেশিয়ায় মানব পাচারকালে ব্যবহৃত মটর বাইকসহ এক যুবককে আটক করেছে জনতা।

জানা যায়, ১২ অক্টোবর বিকাল ৩ টায় উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের বউ বাজার নামক স্থানে মালেশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে একাধিক মামলার পলাতক আসামী সোনাইছড়ি গ্রামের লেইঙ্গার পুত্র মোঃ শাহজাহান একজন মালেশিয়াগামী ও তার সহযোগী জুম্মাপাড়া গ্রামের ছৈয়দ আহম্মদের পুত্র শহিদুল্লাহ প্রকাশ বার্মাইয়া কালু এয়ারপোর্ট খ্যাত সোনাইছড়ি মটর বাইকযোগে খালের মুখে নিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করলে শহিদুল্লাহ প্রকাশ বার্মাইয়া কালু (২৫) কে জনতা আটক করে। এ সময় দালালদের ব্যবহৃত অনটেষ্ট মটর সাইকেল ফেলে একাধিক মামলার পালাতক আসামী মোঃ শাহজাহান পালিয়ে যায়।

এ ব্যপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ অংসা থোয়াই এর সত্যতা স্বিকার করে বলেন জনতা এক দালালকে আটকের পর পুলিশের তাছে সোপর্দ করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...