প্রকাশিত: ১১/১০/২০১৪ ১০:২২ অপরাহ্ণ
খুটাখালীর চিংড়ি ঘেরে ডাকাতি, ইনজেকশন পুশ করে নির্যাতন

index
সেলিম উদ্দিন, ঈদগাঁও::
চকরিয়ার খুটাখালীর চিংড়ি জোন খ্যাত টকটকি ঘোনা এলাকায় কয়েক দফে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মেদের ঘোনা-লাল গোলা এলাকায় ঘটে ডাকাতির এ ঘটনা। এতে ডাকাতরা চিংড়ি ঘের মালিক শ্রমিকদের অভিনব পন্থায় নির্যাতন ও মারধর করে কয়েক লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। পুর্ণিমার জোয়ার ও মাছ ধরার সময় ডাকাতরা এ সুযোগ নিয়েছে বলে জানান ঘের সংশ্লিষ্টরা।
ঘের মালিকদের অভিযোগ গত ২-৩ দিন ধরে ডাকাতরা সংশ্লিষ্ট ঘেরে কয়েক দফে ডাকাতি করেন। এসময় তারা ঘের মালিক ও শ্রমিকদের ব্যাপক মারধর করেন। অন্যদিকে লক্ষাধিক টাকার মাছ, জাল লুট করে নিয়ে যায়।
ঘের শ্রমিকরা জানায় ডাকাতরা মারধর করে ক্ষান্ত হননা। চলে যাওয়ার সময় জোর করে গায়ে ইনজেকশন পুশ করেন। এসময় বাঁধা দিতে গিয়ে বেশ ক‘জনকে ব্যাপক মারধর করা হয়েছে। এদিকে ডাকাতরা মারধরের পাশাপাশি গায়ে ইনজেকশন পুশ করার ঘটনায় সংশ্লিষ্ট ঘের মালিক শ্রমিকরা আতংকিত হয়ে পড়েছেন। তারা সংঘটিত ডাকাতির ঘটনাগুলো পরিকল্পিত বলেও দাবী করেন। এদিকে চিংড়ি ঘের থেকে ৩টি অস্ত্র উদ্ধারের পর একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...