csb24.com::
যুক্তরাজ্যের ডাকনামগুলোর মধ্যে পুরনো আমলের পল, রিচার্ড কিংবা সিমন জনপ্রিয়তার বিচারে পিছিয়ে যাচ্ছে। তার বদলে আসছে বেন্টলি, অ্যাঞ্জেল ও জুনিয়রের মতো নামগুলো। তবে এককভাবে ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে জনপ্রিয় ডাকনাম হিসেবে উঠে এসেছে ‘মোহাম্মদ’ (তিনটি ভিন্ন বানানকে একসঙ্গে ধরলে )। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর সম্প্রতি নাম বিষয়ে তাদের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে ইংল্যান্ড ও ওয়েলস রাজ্যের সবচেয়ে জনপ্রিয় ডাকনাম ‘মোহাম্মদ।’ তবে এক্ষেত্রে এ নামের তিনটি ভিন্ন বানান একত্রিত করতে হয়েছে। মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ডাকনাম হলো ‘অ্যামেলিয়া।’
পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর সাত হাজার চার শ ছেলের নাম রাখা হয় ‘মোহাম্মদ।’ তবে এ ভিন্ন বানানের বিষয়টি ধরলে ‘অলিভার’ এগিয়ে যায়। ৬,৯৪৯টি শিশুর নাম ‘অলিভার’ দেওয়া হয়।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবেও ‘মোহাম্মদ’ পরিচিত। এ নামে আনুমানিক ১৫০ মিলিয়ন মানুষ রয়েছে। যুক্তরাজ্যে মুসলমান ধর্মাবলম্বীর সংখ্যা বেড়ে যাওয়ার প্রভাব এবার পরিসংখ্যানেও উঠে এসেছে।
যুক্তরাজ্যে এর আগের দুই বছর সবচেয়ে জনপ্রিয় নাম ছিল ‘হ্যারি।’ রাজপরিবারের সদস্যদের নামের অনুসরণে সন্তানদের নাম রাখার প্রবণতা রয়েছে এ দেশের নাগরিকদের। ফলে গত কয়েক বছরে জন্ম নেওয়া সন্তানদের শীর্ষ ১০ নামের মধ্যে রাজপরিবারের অনুকরণে নাম রাখার প্রবণতা দেখা যায়।
ছেলেদের নামের তুলনায় মেয়েদের নামের বৈচিত্র বেশি দেখা যায়। মেয়েদের প্রায় ৩৫ হাজার ভিন্ন নাম দেখা গেলেও ছেলেদের মোট ২৭ হাজার নাম পাওয়া যায় দেশটিতে। ২০০৩ সালের তুলনায় অবশ্য এ নামের বৈচিত্র অনেক বেড়েছে। কারণ সে সময় মাত্র ছয় হাজার নাম পাওয়া গিয়েছিল।
প্রকাশিত: ১৬/০৮/২০১৪ ৩:০৮ অপরাহ্ণ
পাঠকের মতামত