মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার বর্তমান নেটওয়ার্ক নিয়ে সন্তুষ্ট নন? তাহলে আপনার জন্য আরো ভালো একটি অপশন ‘ওয়্যারলেস নেটওয়ার্ক’ আনতে যাচ্ছে গুগল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও যুক্তরাষ্ট্রের অন্যতম দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে গুগল। এছাড়া গুগলের সার্চ ইঞ্জিন যে বিশ্বের জনপ্রিয়তম, সে বিষয়টি না বললেও চলে। ফলে এবার যখন প্রতিষ্ঠানটি মোবাইলের জন্য ওয়্যারলেস নেটওয়ার্ক আনার সিদ্ধান্ত নিয়েছে, তখন নড়েচড়ে বসছে অন্য সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের মিডিয়া জানিয়েছে, গুগল তার নিজস্ব ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বসেরা ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ইন্টারনেটের পাশাপাশি কল করা ও টেক্সট ম্যাসেজ পাঠানো যাবে।
তবে গ্রাহকদের জন্য গুগল নতুন নেটওয়ার্ক স্থাপন না করে বর্তমানে প্রচলিত থ্রিজি ও ফোর জির ভালো নেটওয়ার্কগুলো ব্যবহার করতে পারে। এক্ষত্রে বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের কাছ থেকে সেবাগুলো পাইকারি দামে কিনে তারা তা গ্রাহকদের সরবরাহ করবে।
এ সেবা চালু করলে গুগল হবে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও)। এ ধরনের সেবাদাতারা নিজেরা কোনো অবকাঠামো স্থাপন না করেই বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে।
প্রকাশিত: ০৭/০৪/২০১৪ ৯:১৮ অপরাহ্ণ
পাঠকের মতামত