প্রকাশিত: ০১/০৪/২০১৪ ২:৪৩ অপরাহ্ণ , আপডেট: ০১/০৪/২০১৪ ২:৪৫ অপরাহ্ণ
ঢাকা : অনিবন্ধিত মোবাইল সিমকার্ড বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রিতে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার মঙ্গলবার এই রুল জারি করেন।
আদেশে বলা হয়, সব অনিবন্ধিত সিম কার্ড দ্রুত বন্ধ করতে হবে।
এসব অনিবন্ধিত সিমের মাধ্যমে হুমকি ও চাঁদাবাজি করা হয়। সুতরাং সিম বন্ধ করার আদেশ দেয়া হোক মর্মে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।
আবেদনে বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র ও আইন সচিব, সব মোবাইল কোম্পানীর সিইওসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
মোবাইলের মাধ্যমে হুমকি ও চাঁদাবাজির তথ্য আদালতে উপস্থাপন করতে আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
পাঠকের মতামত