ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৪৯ পিএম

শহিদুল ইসলাম।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের পরে মুক্তিপণের জন্য মাটির গর্তে পুঁতে রাখা রোহিঙ্গা
শিশু মো. আরাকান এখন খেলাধুলা ও পড়াশোনা করছেন। তবে কিছুটা আতঙ্কিত বলে পরিবার জানান।

জানা গেছে, এ ঘটনায় জড়িত দু’জনকে পুলিশ আটক করেছেন। তারা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মৃত নুরুল হকের ছেলে নুর ইসলাম ও মো. সালাম।

শিশু মো. আরাকান উখিয়ার থাইংখালি রোহিঙ্গা ক্যাম্প ১৯ এর আব্দুর রহমানের ছেলে।

শিশুর পিতা আব্দুর রহমান বলেন, গত ৮ জানুয়ারি আমার ছেলে মো. আরাকান খেলা করার সময় অপহরণ কারীরা নাস্তা দেওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা যোগে তাকে তোলে নিয়ে যান।এরপর থেকে অপহরণ কারীরা মুক্তি পণের টাকার জন্য আমাকে বার বার ফোন করে চাপ সৃষ্টি করেন।

এক পর্যায়ে শিশু মো. আরাকানকে মার্টির গর্তে পুঁতে রেখে ভিডিও ধারণা করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমার কাছে পাঠান।আমি তা সহ্য করতে না পেরে বহু চেষ্টা ও ধারদেনা করে
২ লাখ ১০ হাজার টাকা মুক্তি পণ দিলে ৮ দিন পরে তারা আমার ছেলেকে ছেড়ে দেন। এখন সেই স্বাভাবিক ভাবে বাড়িতে আছেন,এবং খেলাধুলা ও পড়াশোনাও করে, তবে
রাত হলে কিছুটা ভয় করে বলে জানান,এবং ভয়ে ঘুমের মধ্যে চমকে উঠে। আরাকান ফিরে আসার পরে অপহরণ কারীরা এক-দুই বার হুমকি দিয়েছিলো। তবে এখন আর দিচ্ছে না।তবুও আতঙ্কে থাকি।এপিবিএন ও থানা পুলিশের সদস্যরা দুইজন অপহরণ কারীকে আটক করেছেন।
তবে মো. আরাকানকে মাটির গর্তে পুতে রাখা ভিডিও টা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আরিফ হোসেন বলেন,উখিয়া থাইংখালি ১৯ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা শিশু আরাকান অপহরণের ঘটনা টা যখন আমাদের নজরে আসে, থাকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছিলো।সে বাড়িতে ফিরে আসার পরে তাকে অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছি। শিশু আরাকানের
সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। এটার সঙ্গে আরো যারা জড়িত তাদেরকেও আটকে চেষ্টা চলছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শিশুটির চোখেমুখে ভয়। গলা পর্যন্ত মাটিতে ডুবে আছে। চাপা দেওয়া হয়েছে শরীরের ওই অংশ। এ অবস্থায় রোহিঙ্গা ভাষায় শিশুটি তার বাবার উদ্দেশে বলছিল, আব্বা তরাতরি চেষ্টা গর। মরে গাতত গলায় পিল্লে। টিয়া দে।বাবা দ্রুত চেষ্টা করো, আমাকে গর্তে পুঁতে ফেলেছে, টাকা দাও।

পাঠকের মতামত

  • টেকনাফে অপহরণে শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার
  • মাটির গর্তে পুঁতে রাখা রোহিঙ্গা শিশু আরাকান বাড়ি ফিরে খেলাধুলা করলেও আতঙ্কিত
  • টেকনাফে পাঁচজন কাঠুরিয়াকে অপহরণ
  • টেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার
  • খুটাখালীতে প্রবাসী পরিবারের চলাচল পথ বন্ধ করতে না পেরে ঘেরাবেড়া ভাংচুরের অভিযোগ  
  • টেকনাফে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার
  • চকরিয়ায় শিক্ষকের ৪৮বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ
  • চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
  • পেকুয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • টেকনাফে পাচারকারী ফেলে যাওয়া বস্তা থেকে ১লক্ষ ২০হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার
  • টেকনাফে পাঁচজন কাঠুরিয়াকে অপহরণ

               কক্সবাজারে টেকনাফের পাহাড়ী এলাকায় কাঠ সংগ্রহকালে ‘মুক্তিপণের দাবিতে’ পাঁচজনকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। বুধবার(৫ ফেব্রুয়ারী) ...

    খুটাখালীতে প্রবাসী পরিবারের চলাচল পথ বন্ধ করতে না পেরে ঘেরাবেড়া ভাংচুরের অভিযোগ  

               সেলিম উদ্দীন, ঈদগাঁও চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করতে না পেরে নির্মানাধিন ঘেরাবেড়া ভাংচুর চালিয়েছে ...

    টেকনাফে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

               কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ...

    চকরিয়ায় শিক্ষকের ৪৮বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ

             কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোহাম্মদ ইবরাহিম নামের এক কলেজ শিক্ষকের ৪৮বছরের ভোগদখলীয় জমি একদল ভূমিদস্যু অবৈধভাবে ...

    চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

             কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার ...