কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) পুরস্কার বিতরণ অনুষ্টানের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী এই অনুষ্টানের সমাপ্তি ঘটে।চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পান্না বড়–য়ার সভাপতিত্বে অনুষ্টিত সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.ফরিদুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আব্বাস আহমদ, সিনিয়র শিক্ষক মো.আবু শোইয়াব, সিনিযর শিক্ষক মো.শহিদুল হক হাসান, শিক্ষক রাসেল উদ্দিন, শিক্ষক মাওলানা জাফর আলম, অফিস প্রধান উত্তম কুমার দেসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা প্রমুখ।গত ২৯ জানুয়ারি থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রীদের নিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন। ৪ ফেব্রæয়ারি পুরস্কার বিতরণ অনুষ্টানের মাধ্যমে শেষ হয় সপ্তাহ ব্যাপী চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।###
পাঠকের মতামত