নাফদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে মাদক পাচারকারীর মৃত্যু
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ...
জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি আটকের ১৬ দিন পরে তল্লাশী করে ছেড়ে দিয়েছেন।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে জাহাজ টি টেকনাফ স্থলবন্দরে পণ্য সহ পৌঁছেন। বিষয় নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের মহা ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন,মিয়ানমার ইয়াঙ্গুন থেকে পন্যবাহী ৪ টি জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসার পথে গত ১৬ জানুয়ারি রাখাইন সীমান্তে নাফনদীতে আরাকান আর্মি জাহাজ গুলো আটকে দেন। এর দুইদিন পরে ধাপে ধাপে ৩ টি জাহাজ ছেড়ে দেয়।
সে থেকে ১৬ দিন পরে বাকি ১টি জাহাজ আরাকান আর্মি ছেড়ে দিলে শনিবার দুপুরের দিকে পণ্যবাহী জাহাজ টি টেকনাফ স্থলবন্দরে এসে পৌছেছেন।
তিনি আরও বলেন, যতটুকু জেনেছি আরাকান আর্মি জাহাজ গুলো তল্লাশীর জন্য রেখে দিয়েছিলো।
পাঠকের মতামত