কক্সবাজারের টেকনাফের নাফনদীর বঙ্গোপসাগরের মোহনায় দিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপণ্য সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।এসময় পাচারে জড়িত বোটটিও জব্দ করা হয়েছে।
শনিবার(২৫জানুয়ারি)বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে:বিএন শাকিব মেহবুব।তিনি বলেন,শুক্রবার(২৪জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটযোগে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নাফনদীর বঙ্গোপসাগরের মোহনা হয়ে মিয়ানমারে চোরাচালান পাচার হবে।এমন তথ্যে বিসিজি স্টেশন শাহপরী কর্তৃক শাহপরী দ্বীপ পশ্চিম পারা বেরিবাধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন ঐ এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড অভিযানিক দল থামার সংকেত দেয়।পাচারকারীরা সংকেত অমান্য করে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়।পরে বোটটি তল্লাশি করে৩০বস্তা আলু,৩৫বস্তা পিয়াজ,১৪বস্তা রসুন,৩০বস্তা প্যারেক (লোহা),১৫কার্টুন টিনের প্যারেক,৭৭পিস টিন ও ৩৪কেজি চা পাতা জব্দ করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন,জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।
পাঠকের মতামত