চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যা

১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

মুকুল কান্তি দাশ, চকরিয়া ॥
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৫ ৭:৪১ পিএম

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় মধ্যরাতে ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

 

হত্যার চার মাসের মধ্যেই পুলিশ তদন্ত শেষ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী। তিনি রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

 

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান- চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে নাম থাকা ১৮ জন আসামীর মধ্যে ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ও ৬ জন আসামী পলাতক রয়েছেন।

 

কোর্ট ইন্সপেক্টর আরও জানান- সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছিল থানায় । দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তন্মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী ও মালামাল ক্রোকী পরোয়ানা জারি করা হয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান- সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। তন্মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুণুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে  একই আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেন।

 

তদন্ত কর্মকর্তা আরও জানান- সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা হলেও সেখান থেকে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্র থেকে । ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

 

উল্লেখ্য- গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

পাঠকের মতামত

  • উখিয়ায় বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • টেকনাফে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় আসামী হলেন বড় ভাইসহ ৪ জন, হয়রানি বন্ধের দাবীতে ভুক্তভোগীরা
  • সীমান্ত বাণিজ্য কমিশনের শর্তে আটকে রাখা পণ্যবাহী কার্গো ছাড়বে আরকান আর্মি
  • টেকনাফে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি রিজিয়ন কমান্ডার
  • ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
  • দুনিয়ার ইতিহাসে পতিত স্বৈরাচার আর ফিরে আসেনি- মুহাম্মদ শাহজাহান
  • বাবৌযুপ-চট্টগ্রাম এর উদ্যোগে অনাথ আশ্রমে শীতবস্ত্র, খাদ্য ও শিক্ষা সামগ্রী প্রদান
  • টেকনাফে আসা ৪টি পন্যবাহী জাহাজ তিনদিন ধরে আরাকান আর্মি’র হাতে আটকা
  • টেকনাফ পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ আটক-২
  • সংবাদ প্রকাশের জের উখিয়ায় বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

             কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...

    জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

             আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান -এর ৮ ফেব্রুয়ারি কক্সবাজার আগমন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলনের এক ...

    টেকনাফে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় আসামী হলেন বড় ভাইসহ ৪ জন, হয়রানি বন্ধের দাবীতে ভুক্তভোগীরা

               বার্তা পরিবেশক:: কক্সবাজারের টেকনাফে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় বড় ভাইসহ ৪জনকে আসামী করে মিথ্যা ...

    সীমান্ত বাণিজ্য কমিশনের শর্তে আটকে রাখা পণ্যবাহী কার্গো ছাড়বে আরকান আর্মি

               মিয়ানমারে চলমান সংঘাতের ভাব থাকলেও রাখাইনের টাউনশিপ মংডু আরাকান আর্মির দখলের পর অচল হয়ে ...

    টেকনাফে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি রিজিয়ন কমান্ডার

               কক্সবাজারের টেকনাফে গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...

    দুনিয়ার ইতিহাসে পতিত স্বৈরাচার আর ফিরে আসেনি- মুহাম্মদ শাহজাহান

             জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আপা মাঝে মাঝে খবর পাঠায় আমি ছট ...

    টেকনাফে আসা ৪টি পন্যবাহী জাহাজ তিনদিন ধরে আরাকান আর্মি’র হাতে আটকা

             ডেস্ক রিপোর্ট কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা ৪টি পণ্যবাহী জাহাজ দেশটির ...