কক্সবাজারের চকরিয়ায় মসজিদ থেকে নুরুল ইসলাম (৬২) নামের এক মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) এশারের নামাজের সময় চকরিয়া পৌরসভার থানা সেন্টার জামে মসজিদের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীর ৪নং ওয়ার্ডের আবদুল হামিদের ছেলে ।স্থানীয়রা জানান, নুরুল ইমলাম এশারের নামাজ পড়ার জন্য থানা সেন্টার জামে মসজিদে যান। এসময় তিনি মসজিদের বাথরুমে যান অজু করতে। দীর্ঘক্ষণ বাথরুম থেকে ওনি বের না হওয়ায় পুলিশকে খবর দেয় মসজিদের মুসল্লিরা। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ গিযে তার লাশ উøদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনি স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। মুসল্লি নুরুল ইসলাম মসজিদে এশারের নামাজ আদায় করতে গিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।###
পাঠকের মতামত