নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা নামক এলাকা ও থাইংখালী খালে যৌথ অভিযান পরিচালনা করেছেন উখিয়া বন বিভাগ ও কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। এসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক গহিন পাহাড়ি এলাকা ও থাইংখালী খালে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে উখিয়া থাইংখালী বন বিটের আওতাধীন চোরাখোলা গভীর বনের ভেতর থেকে পাহাড় কেটে ও খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় বালু ও পাহাড় খেকো একটি সিন্ডিকেট। খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের জায়গা থেকে ৮ হাজার ঘনফুট বালু জব্দ ও বালি উত্তোলনের যন্ত্রপাতিসহ ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, বন বিভাগের সহযোগিতায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ-প্রতিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে তার সাথে ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা আরফাত হোসেন,দৌছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল ইসলাম রনি।
######
পাঠকের মতামত