নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর দিকে টেকনাফ মুচনীর রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড় থেকে বস্তাবন্দি অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন-ডাম্পার গাড়ি ধাক্কায় নিহত এনজিও কর্মী উখিয়ার কোট বাজারের হেলাল উদ্দিনের স্ত্রী রাবেয়া আক্তার (২২) ও অপরযুবক নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শরিফ( ২৩)।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,খবর পেয়ে মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) বিকালের দিকে মুচনী ক্যাম্পের পাশে পাহাড় থেকে মো. শরিফ নামে এক রোহিঙ্গা যুবকের অর্ধগলিত
লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে তাকে হত্যা করে পেলে রেখেছিলো।পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, আজ মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বি/১৪ ব্লকের রাস্তায় মুক্তি কক্সবাজার এনজিওতে কর্মরত রাবেয়া আক্তার নামের এক নারী রাস্তা পার হওয়ার সময় একটি ডাম্পার(গাড়ি) সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে নিহত হয়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে এপিবিএন পুলিশ ডাম্পারের চালককে আটক ও ডাম্পারটি জব্দ করেন এবং পরে ওই এনজিও কর্মীর লাশ বাড়িতে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত