নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ওসি মাহবুব কবির জানিয়েছেন।নিহত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী রাবেয়া আক্তার (২২)।সেই মুক্তি এনজিও সংস্থার পরিচালনাধীন স্কুলে শিক্ষকতা করতেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাম্পার গাড়ী ও গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে গাড়ী চালককে নাম ঠিকানা পাওয়া যায়নি।
মঙ্গলবার(১৪ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্ট এর বি-১৪ ব্লকস্হ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ডাম্পার গাড়ীর ধাক্কায় নিহত হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে সড়ক দুর্ঘটনায় একজন এনজিও কর্মী নিহত হয়েছেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাম্পার চালককে আটক করতে সক্ষম হয়।
####
পাঠকের মতামত