প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে পরিত্যক্ত ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।রবিবার ( ১২ জানুয়ারি)ভোর রাতে টেকনাফের দমদমিয়া বিওপির বিজিবি’র সদস্যরা পরিত্যক্ত ইয়াবা গুলো উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদে খবর ছিলো টেকনাফের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে দমদমিয়া বিওপির ৫ টি নৌ টহলদল নাফ নদীর বিভিন্ন স্থানে অবস্থান করে। এ সময় কর্কশিট দ্বারা উদ্ভাবিত উপায়ে তৈরি ভেলার সাহায্যে দুইজন ব্যক্তিকে অভিনব পদ্ধতিতে মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের সময় বিশেষ টহলের মুখোমুখি হয়। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদলটি মাদক বহনের জন্য ব্যবহৃত ভেলাটি ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার আড়ালে নদী সাঁতরিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, উল্লেখিত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা থেকে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চটের বস্তার ভিতর থেকে ২৫টি বিশেষ উপায়ে পানি নিরোধক অবস্থায় ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২ লাখ ৫০ হাজার।
পাঠকের মতামত