চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় দেব কুমার ধর (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত দেব কুমার ধর চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডেরর ধর পাড়ার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর(এসআই) এম.এ নোমান বরেন, শনিবার বেলা ১২টার দিকে দেব কুমার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি যাত্রীবাহি বাস দেব কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো.আরিফুল আমিন বলেন, যাত্রীবাহি বাসের চাপায় দেব কুমার নামের এক পথচারী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দেব কুমারের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া নেয়া হবে।
পাঠকের মতামত