মুকুল কান্তি দাশ, চকরিয়া ॥
প্রকাশিত: জানুয়ারী ৮, ২০২৫ ৩:০৮ পিএম

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে আকতার হোসেন (৪০) নামের এক রেলওয়ে স্টেশন মাষ্টারকে ছুরিকাঘাত করেছে। গতকাল মঙ্গলকার (৭জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।

ছুরিকাহত আকতার হোসেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা ও রামু রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাষ্টার হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রেলওয়ের সহকারি স্টেশন মাষ্টার আকতার হোসেন রামুর কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। চিরিংগা সিএনজি চালিত অটোরিক্সা স্টেশন থেকে তিনি একটি অটোরিক্সাতে উঠেন। তাকে বহণকারী অটোরিক্সাটি চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়া লম্বা রাস্তার মাথায় পৌছালে একটি মাইক্রোবাস গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে ৪-৫জনের একদল দুর্বৃত্ত আকতার হোসেনের সাথে ধস্তাধস্তি শুরু করেন।

এক পর্যায়ে দুর্বৃত্তরা আকতার হোসেনকে ডান বাহু ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়েছে।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাষ্টার মেহেদী হাসান বলেন, আকতার হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তবে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তার পকেটে থাকা টাকা-মোবাইল নিতে পারেনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনার সাথে কারা জড়িত তা বের করতে পুলিশের সোর্স নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আহত আকতার হোসেনের পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা হিসেবে এন্ট্রি করা হবে। তারপরও পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুভ উদ্বোধন হল তারুণ্যের উৎসব

           এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কক্সবাজারের টেকনাফে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ...

নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

         উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ আড়াই লাখ ...