প্রকাশিত: জানুয়ারী ৬, ২০২৫ ১০:৩২ পিএম

বার্তা পরিবেশক ॥
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র ৩৫জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কর্ম পরিষদ গঠিত হয়েছে। ০৪ জানুয়ারি ২০২৫খ্রি: (শনিবার) বিকেল ৫টার দিকে মরিচ্যা এমবি কোচিং সেন্টারে বাবৌযুপ-উখিয়ার সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই বছর মেয়াদে এই কর্ম পরিষদ গঠিত হয়।

বাবৌযুপ-উখিয়ার সম্পাদক মধু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৩৫জনের কর্ম পরিষদে মনোনীত হয়েছেন, সহ-সম্পাদক রোজন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় অনিক বড়ুয়া জীশু ও পায়েল বড়ুয়া তপু, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে অংফুতাইন চাকমা, ক্রীড়া সম্পাদক সুলভ বড়ুয়া, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল বড়ুয়া, দপ্তর সম্পাদক- দীপক বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক- শিপন বড়ুয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক- সাজু বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিক্ষক রিমন বড়ুয়া মিশু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনি বড়ুয়া, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক- ডালিম বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক- রুমেন বড়ুয়া, সহ-আন্তর্জাতিক সম্পাদক- হিরন বড়ুয়া রকি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শিমুল বড়ুয়া উনন, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শুভ্র বড়ুয়া বাবু, নির্বাহী সদস্যরা হলেন- রুপন বড়ুয়া, বিধু বড়ুয়া, মৃদুল বড়ুয়া এভিল, নির্মল কান্তি চাকমা, কাকন বড়ুয়া, দানু বড়ুয়া, রিকসন বড়ুয়া, মংপু বড়ুয়া।

এর আগে গত ২৭ ডিসেম্বর ২০২৪খ্রি: (শুক্রবার) সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা ৭১ কনভেনশন সেন্টারে বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলনে সভাপতি পদে সাংবাদিক পলাশ বড়ুয়া, সহ-সভাপতি পদে- প্রভাত বড়ুয়া, শিক্ষক হিমু বড়ুয়া, শিক্ষক মৃদুল বড়ুয়া, সাধারণ সম্পাদক- মধু বড়ুয়া, সহ-সম্পাদক পদে- জয়বর্ধন বড়ুয়া, রানা বড়ুয়া, কোষাধ্যক্ষ-শিপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক- দীপন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- রাজীব বড়ুয়া রাজু সহ ১০ জনের আংশিক কর্ম পরিষদ ঘোষণা পূর্বক অনুমোদন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।

উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে ৩৫ জনের পূর্ণাঙ্গ পরিষদ গঠন করে আঞ্চলিক/জাতীয় কমিটির বরাবরে জমা করতে হবে। এমনটি জানিয়েছেন জাতীয় কমিটি মহাসচিব ও প্রধান অতিথি প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।

সম্মেলনে উপস্থিত থেকে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আবদুল বাতেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এড. দীপঙ্কর বড়ুয়া পিন্টু, বাবৌযুপ-চট্টগ্রামের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক- তাপস বড়ুয়া, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, প্রভাষক প্লাবন বড়ুয়া, প্রভাষক রনজিত বড়ুয়া, প্রধানশিক্ষক অমৃত কুমার বড়ুয়া, প্রধানশিক্ষক রত্নসেন বড়ুয়া, ধাম্মাকায়া (উখিয়া) সমন্বয়ক রুপন বড়ুয়া, স্যোশাল এইড চেয়ারম্যান প্রসুণ কান্তি বড়ুয়া, বাবৌযুপ-কক্সবাজারের সভাপতি সিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়াসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

এবার ৩ জন সংবর্ধিত অতিথিসহ উখিয়ায় শিক্ষা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১২ গুণিজনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

এরা হলেন, ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান অরবিন্দু বড়ুয়া, শিক্ষক (অব:) সুবর্ণ বড়ুয়া, শিক্ষক (অব:) শাক্যসেন বড়ুয়া, শিক্ষক (অব:) অরবিন্দু বড়ুয়া, শিক্ষক (অব:) অমিয় কুমার বড়ুয়া, শিক্ষক (অব:) সুদত্ত বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মধু সুধন বড়ুয়া, শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া, শিক্ষক (অব:) জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক (অব:) তুষার বড়ুয়া, শিক্ষক অমূল্য চরণ বড়ুয়া, অমিয় বড়ুয়া।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বাবৌযুপ-উখিয়ার পূর্ণাঙ্গ কর্ম পরিষদ গঠিত

চকরিয়ায় অটোরিক্সা থামিয়ে রেলওয়ের স্টেশন মাষ্টারকে ছুরিকাঘাত

         কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে আকতার হোসেন (৪০) নামের এক রেলওয়ে স্টেশন মাষ্টারকে ছুরিকাঘাত ...

নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

         উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ আড়াই লাখ ...

টেকনাফের গহীণ জঙ্গল থেকে মা হারা হাতির বাচ্চা উদ্ধার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর

         কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন জঙ্গল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া এক হাতির বাচ্চা উদ্ধার ...

রাত হলেই শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছুঁটছেন চকরিয়া উপজেলা প্রশাসন

         বেশ কয়েকদিনের প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন হতদরিদ্র অসহায় মানুষ। এসব অসহায় মানুষের শীত নিবারনে জন্য ...

পুনরায় সভাপতি জুলফিকার সেক্রেটারি রাশেদ পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের কমিটি গঠন

         বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূনরায় সভাপতি হিসেবে ...