মুকুল কান্তি দাশ, চকরিয়া ॥
প্রকাশিত: জানুয়ারী ৬, ২০২৫ ৬:১২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন জঙ্গল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া এক হাতির বাচ্চা উদ্ধার করা হয়েছে। রবিবার (৫জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং বিটের হরিখোলা বুরাবুনিয়া থেকে ওই হাতির বাচ্চাটিকে উদ্ধার করেন বনবিভাগ। পরে সোমবার (৬জানুয়ারি) সকালে হাতির বাচ্চাটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বলেন, গত রবিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং বনবিটের গহীণ জঙ্গলের হরিখোলার বুরাবুনিয়া নামক এলাকায় মা হাতি একটা বাচ্চা প্রসব করেন। বাচ্চা প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মা হাতিটার মৃত্যু হয়। পরে স্থানীয় বনবিটের কর্মীরা খবর পেয়ে হাতির বাচ্চাকে উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসে। হোয়াইক্যং রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা ফরেষ্টার জহির উদ্দিন মো.মিনার চৌধুরী সদ্য ভুমিষ্ট হওয়া হাতির বাচ্চাকে ডুলাহাজারা সাফারি পাকের্ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক ও একদল বনকর্মী সাথে নিয়ে ওই বাচ্চাকে উদ্ধার করি। বর্তমানে হাতির বাচ্চাকে সাফারি পার্কের ভেটোরিনারী হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকের পরামর্শে হাতির বাচ্চাকে দূধ, কলাসহ ফল জাতিয় খাবার দেয়া হচ্ছে। যেহেতু মায়ের ¯েœহ বঞ্চিত তাই হাতির বাচ্চা মায়ের অভাব যাতে অনুভব না করে সেজন্য সবকিছু হাতে ধরে খাওয়ানো হচ্ছে। হাতির বাচ্চাটি সুস্থ আছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

রাত হলেই শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছুঁটছেন চকরিয়া উপজেলা প্রশাসন

         বেশ কয়েকদিনের প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন হতদরিদ্র অসহায় মানুষ। এসব অসহায় মানুষের শীত নিবারনে জন্য ...

৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ

         আবদুস সালাম টেকনাফ। কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ দিয়ে মাছ ধরার একটি ট্রলারে করে সমুদ্রে পাড়ি দিয়ে ...

নাফনদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা, এক মিয়ানমারের নাগরিক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশকালে ২ লক্ষ ৩০ ...