মুকুল কান্তি দাশ, চকরিয়া ॥
প্রকাশিত: জানুয়ারী ৬, ২০২৫ ৬:০৩ পিএম

বেশ কয়েকদিনের প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন হতদরিদ্র অসহায় মানুষ। এসব অসহায় মানুষের শীত নিবারনে জন্য ছুঁটে যাচ্ছেন চকরিয়া উপজেলা প্রশাসন। প্রতিদিন সন্ধ্যা হলেই অসহায় শীতার্ত মানুষদের খুঁজে বের করে দিচ্ছেন কম্বল। আর এতে অসহায় মানুষগুলো খানিকটা হলেও প্রচন্ড শীত থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারছেন।

গত শুক্রবার (৩জানুয়ারি) থেকে অর্থাৎ তিনদিন ধরে এসব কম্বল বিতরণ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন। এসময় সহযোগিতা করছেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.এরফান উদ্দিনসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান জানান, এই উপজেলাটি বেশ বড়। এখানে ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। গত তিন-চারিদন ধরে প্রচÐ শীত পড়ছে। এই শীত থেকে হতদরিদ্র ও অসহায় মানুষদের শীত নিবারণ করতে প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৭-৮টি ইউনিয়নে কম্বল বিতরণ শেষ হয়েছে। পর্যায়ক্রমে অন্যসব ইউনিয়ন ও পৌরসভায় অসহায় ও হতদরিদ্র মানুষ বাছাই করে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হবে।

পাঠকের মতামত

টেকনাফের গহীণ জঙ্গল থেকে মা হারা হাতির বাচ্চা উদ্ধার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর

         কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন জঙ্গল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া এক হাতির বাচ্চা উদ্ধার ...

৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ

         আবদুস সালাম টেকনাফ। কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ দিয়ে মাছ ধরার একটি ট্রলারে করে সমুদ্রে পাড়ি দিয়ে ...

নাফনদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা, এক মিয়ানমারের নাগরিক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশকালে ২ লক্ষ ৩০ ...