আবদুস সালাম, টেকনাফ ॥
প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২৫ ৫:৪৬ পিএম

আবদুস সালাম টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ দিয়ে
মাছ ধরার একটি ট্রলারে করে সমুদ্রে পাড়ি দিয়ে
অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে তারা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্য পাঁচজন নারী, ১০ জন শিশু ও ২১ জন পুরুষ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন,মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও একটা রোহিঙ্গা বোঝাই ফিশিং বোট (নৌকা) সমুদ্রে ভাসছে বলে জানা গেছে।

৪দিন সমুদ্রে ভাসমান থাকা দোস মোহাম্মদ (৩০) নামে এক রোহিঙ্গা বলেন,মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাইচং এলাকায় আমাদের গ্রাম। সেখানে ‘মগ বাগি’ আরকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের ফিশিং বোট নিয়ে পাঁচ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়ায় একটি ট্রলার টেনে নিয়ে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

একই এলাকার রোহিঙ্গা জাহেদ আলম বলেন, ‘আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম রয়েছে। সেখান থেকে জোর করে ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। ‘মগ বাগির’ দলে যোগ না দিলে রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। মূলত রোহিঙ্গাদের ব্যবহার করছে আরাকান আর্মি। যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে। তাই বাংলাদেশে চলে আসি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.এহসান উদ্দিন বলেন,রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের মেজর ইশতিয়াক আহমেদ বলেন,সমুদ্রপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।
########

পাঠকের মতামত

টেকনাফের গহীণ জঙ্গল থেকে মা হারা হাতির বাচ্চা উদ্ধার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর

         কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন জঙ্গল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া এক হাতির বাচ্চা উদ্ধার ...

রাত হলেই শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছুঁটছেন চকরিয়া উপজেলা প্রশাসন

         বেশ কয়েকদিনের প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন হতদরিদ্র অসহায় মানুষ। এসব অসহায় মানুষের শীত নিবারনে জন্য ...

পুনরায় সভাপতি জুলফিকার সেক্রেটারি রাশেদ পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের কমিটি গঠন

         বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূনরায় সভাপতি হিসেবে ...

নাফনদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা, এক মিয়ানমারের নাগরিক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশকালে ২ লক্ষ ৩০ ...

টেকনাফে ৯৫ হাজার ইয়াবা, মাদক কেনাবেচার ৯ লক্ষ টাকা উদ্ধার,আটক-১

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ...