পঞ্চগড়ে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় জানালেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। শনিবার বিকেলে জেলার আটোয়ারী উপজেলায় এমন আয়োজন করা হয় এক বিদ্যালয়ে। চাকুরী শেষে অবসরে যাওয়াটাই নিয়ম। এই নিয়মকে মেনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজন করে সন্মানের সহিত বিদায় দিলেন আয়োজক কমিটি। এমন ঘটনা জেলায় এটাই প্রথম বলে জানালেন আয়োজকরা। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকরা যখন লাঞ্চিত হচ্ছে ঠিক তখন সাবেক শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন আয়োজন করে বিদায় দিলেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এতে শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী আর্থিক ভাবে সহযোগিতা করে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার ৬ নং ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেসব চন্দ্র রায় ২৪ সালের ৩১ ডিসেম্বর অবসরে চলে যান। কেসব চন্দ্র বিদ্যালয়টিতে ১৯৯১ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার ১৪ বছর পর বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িভার গ্রহন করে ২৪ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। প্রধান শিক্ষকের অবসরে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে ৪ঠা জানুয়ারী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় জানান সাবেক শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষকের বাড়িতে প্রাইভেট কার পাঠিয়ে দিয়ে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে আলোচনা শেষে বিভিন্ন উপহার দিয়ে বিকেলে ব্যান্ড পার্টি দিয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মোটার সাইকেল ও অটো ভ্যানে করে এবং অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘোড়ার গাড়িতে চরিয়ে সন্মানের সহিত বাড়িতে দিয়ে আসেন।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সম্পাদক বাহারাম সিদ্দিকী, আয়োজক কমিটির অন্যতম সদস্য ধরনী কান্ত রায়, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত থেকে বিদায় জানান।
দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকরা যখন লাঞ্চিত হচ্ছে ঠিক তখন সাবেক শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন আয়োজন করে বিদায় দেওয়াকে সাধুবাধ জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা।
পাঠকের মতামত