আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত ৫লক্ষ ৫হাজার কিয়াট (মায়ানমার মুদ্রা) উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারী হলেন- চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪১)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৪ জানুয়ারী) ভোরে টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির বসত-বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ঐ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বসত-বাড়ি থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নজরুল ইসলাম নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং আরো কয়েকজন মাদক কারবারী দ্রুত পালিয়ে যায়। পরে বিধি মোতাবেক উক্ত বসত-বাড়িতে তল্লাশী করে সর্বমোট ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মায়ানমারের মুদ্রা ৫ লক্ষ ৫ হাজার কিয়াট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশ করে। আটককৃত মাদক কারবারী প্রায় ৪/৫ বছর পূর্বে টেকনাফ থানা এলাকায় প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুবাধে উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় তার শ্বশুর বাড়ীতে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছে মর্মে জানায়। পর্যায়ক্রমে সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং লোকচক্ষুর অন্তরালে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে। যা পলাতক মাদক কারবারীদের সহযোগীতায় কক্সবাজারসহ জেলার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
পাঠকের মতামত