আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিম নৌ ঘাট থেকে ১লাখ পিস ইয়াবাসহ মোঃশফিক উল্লাহ(৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ ছেলে।শুক্রবার(৩জানুয়ারি) বিকালে কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া) মোঃ কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম মাঝির ঘাটে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের জারিকেন ফেলে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তার অপর আরো ৩/৪জন সহযোগী পালিয়ে যায়। পরে তেলের জারিকেনের ভিতর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারী এবং পলাতক মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন পন্থায় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করবে বলে মর্মে জানায়। মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত