আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সামছুল আলম(২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তি হলেন,মিয়ানমার মংডু শহরের পেরামপুর এলাকার মৃত কালাই সোনার ছেলে মোঃ সামছুল আলম (২০)।শুক্রবার(০৩জানুয়ারি) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,শুক্রবার(৩ জানুয়ারি) ভোরে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৮০০গজ দক্ষিণ-পূর্ব দিকে বরফকল নামক এলাকায় নৌ টহল সন্দেহভাজন এক ব্যক্তিকে নাফনদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বরফকল এলাকার দিকে আসতে দেখে তার গতিবিধি সন্দেহ হওয়ায় বিজিবি টহলদল তাকে আটক করতে সক্ষম হয়।পরে আটকের হাতে থাকা পোটলার ভিতর থেকে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া তার একটি ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইলসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত