মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৩ মাসে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাই, মাদক ব্যবসায়ীসহ ৪’শ ৭৮জন আসামি গ্রেপ্তার করেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে চাঞ্চল্যকর সেনাবাহিনীর লেফট্যানেন্ট তানজিম সনোয়ারসহ বিভিন্ন হত্যা মামলার আসামিও রয়েছে। এরমধ্যে পেশাদার ডাকাত ২২জন, নিয়মিত মামলার আসামি ১৭১জন, বিভিন্ন মামলার পলাতক আসামি ১৯১জন, সাজাপ্রাপ্ত ২৮জন, মাদক ব্যবসায়ী ১৪জন, মলম পার্টিও সদস্য ৩জন ও অন্যান্য মামলার ৪৯জন আসামি রয়েছেন।এছাড়াও ৫টি দেশীয় তৈরী বন্দুক, ১৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি (মিনি ট্রাক), ৫২টি টমটম গাড়ির (থ্রি-হুইলার) ব্যাটারি উদ্ধার করা হয়েছে।অপরদিকে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ৪হাজার পিস ইয়াবা বড়ি, ৪ কেজি গাঁজা, ২৭লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
ওসি মঞ্জুর কাদেও ভুঁইয়া আরও বলেন, গত তিন মাসে বিশেষ অভিযানে ৪’শ ৭৮জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর সেনাবাহিনীর লেফট্যানেন্ট তানজিম সরোয়ার হত্যার সাথে সরাসরি জড়িত ১২ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সারাক্ষণ কাজ করছে। ওয়ারেন্টভুক্ত ও সাজাপরোয়ানভুক্ত কোন আসামিকে ছাড় দেয়া হবে না।###
পাঠকের মতামত