গত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে উখিয়ার বালুখালী বাজারে সরকারি খাস কালেকশন কার্যক্রমকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।
আইনি জটিলতার কারণে সরকারি এই হাটবাজার এর ইজারা বন্ধ, ফলে রাজস্ব সংগ্রহ অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি অফিস অস্থায়ীভাবে খাস কালেকশন শুরু করে।
এই কার্যক্রমে বাজার থেকে দৈনিক অর্থ উত্তোলনে ১৬ জন স্থানীয় নিয়ে গঠন করা হয় একটি স্বেচ্ছাসেবক টিম। মূলত আমরা এই টিমের অংশ হিসেবে অর্থ সংগ্রহের পর সরকারি তহবিলে তা জমা দিয়ে থাকি।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য স্বচ্ছ এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে উল্লেখিত প্রতিবেদনে ‘চাঁদাবাজি’ আখ্যা দেওয়া হয়েছে।
মূলত স্থানীয় একটি কুচক্রিমহল ষড়যন্ত্রমূলকভাবে এই নেক্কারজনক অপপ্রচারে লিপ্ত। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাষ্ট্রীয় কোষাগারের জন্য জনগণের টাকা সংগ্রহ করছি।
প্রয়োজনে রাষ্ট্রীয় কাজ কে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা রুখতে ঐ কুচক্রিমহলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব।
প্রকাশিত সংবাদটির জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এব্যাপারে বিভ্রান্ত না হতে প্রশাসন, গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।
নিবেদক,
বালুখালী খাস কালেকশন কার্যক্রমভুক্ত
স্বেচ্ছাসেবকদের পক্ষে
– আনোয়ার সিকদার,
সাং- বালুখালী, উখিয়া, কক্সবাজার।
পাঠকের মতামত