চকরিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
উত্তেজনাপূর্ণ প্রথম খেলায় জয় দিয়ে সুচনা আবাহনী ক্রীড়া চক্রের
কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মইনুর রশিদ শামিম প্রদত্ত টুর্নামেন্টে ১৬ টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে খেলা চলছে শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে। বুধবার (১লা জানুয়ারী) বিকালে প্রথম খেলায় নির্ধারিত সময় গোল শূন্য থাকলে টাইব্রেকারে গাবতলি একাদশ ৪-৫ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয় দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র। ফিফা স্বীকৃত রেফারি মো.আলীর পরিচালনায় আয়োজিত উদ্ধোধনী খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান দোহাজারী আবাহনীর খেলোয়াড় সায়েম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার তৌহিদুল ইসলাম ও সম্পাদক শফিকুল আলম শফি জানান, নানা চড়াই উৎরাই বাঁধা বিপত্তি কাটিয়ে অবশেষে টুর্নামেন্টটি মাঠে গড়ালো। এতে চট্টগ্রাম বিভাগের অসংখ্য দল অংশ নেওয়ার আগ্রহ দেখালেও যাচাই-বাছাই করে ১৬ টি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু করেছি।
টুর্নামেন্ট ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি ও স্পন্সর তরুণ বিএনপি নেতা মইনুর রশিদ শামিম জানান, গ্রামীণ জনপদের তরুণ ও যুবসমাজ ক্রীড়ার অভাবে অনৈতিক কর্মকান্ডের দিকে ধাবিত হচ্ছে। তাই এই টুর্নামেন্টটি আয়োজনে এগিয়ে এসেছি। এলাকার সবার আন্তরিক সহযোগিতায় টুর্নামেন্ট সফল হওয়ার আশা রাখি।
টিনের ঘেরা দিয়ে তৈরি করা কৃত্রিম স্টেডিয়ামে দর্শকে ঠাসা ছিল। মাঠে,পাহাড়ে, হাসপাতাল, স্কুলের ছাদে ও বিভিন্ন গাছের ডালে বসে অসংখ্য তরুণ যুবক খেলা উপভোগ করেন। আগামী শুক্রবার (৩ জানুয়ারী) বারআউলিয়া নগর একাদশ বনাম সাতকানিয়া একাদশের মধ্যে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান।এতে উদ্ধোধক ছিলেন -কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক।
উদ্ধোধনী অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন- চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম মন্জুর আলম, পেকুয়া বিএমআই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি নেতা ফখরুদ্দিন ফরায়েজি, বিএনপি নেতা এম মোবারক আলী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিমের পিতা শফিউল আলম প্রমুখ।
পাঠকের মতামত