বার্তা পরিবেশক::
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র কর্ম পরিষদের প্রথম অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটির পরিচিতি, ব্যাংক হিসাব খোলা এবং অস্থায়ী অফিস ভাড়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
৩০ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় কোটবাজারস্থ অভিজাত রেস্টুরেন্টে বাবৌযুপ-উখিয়া’র সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে কর্ম পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বাবৌযুপ-উখিয়া’র সাধারণ সম্পাদক মধু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শিক্ষক মৃদুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দীপন বড়ুয়া, সহ-সম্পাদক জয়বর্ধন বড়ুয়া, সহ-সম্পাদক রানা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রাজীব বড়ুয়া রাজু, নির্বাহী সদস্য রোজন বড়ুয়া, সদস্যদের মধ্যে বিধু বড়ুয়া, শুভ্র বড়ুয়া বাবু, সাজু বড়ুয়া, জনি বড়ুয়া।
পরে, বাবৌযুপ-কক্সবাজারের ক্রীড়া সম্পাদক রানা বড়ুয়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।
পাঠকের মতামত