নিজস্ব প্রতিবেদক :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ৪১দিনব্যাপী এই তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়।জেলাব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হলো। আমরা তরুণদের হাত ধরেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করতে চাই। এ ছাড়া তারুণ্যের উৎসবকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে যুবদের নিয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে তিনি এসময় জানান।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইমরান হোসাইন সজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা,জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র প্রতিনিধিসহ স্কুল-কলেজের তরুণ-তরুনীরা অংশ গ্রহন করেন।
পাঠকের মতামত