সিএসবি ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪ ৯:২০ পিএম

দেশের ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

পাশাপাশি তাদের একক ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে সংস্থাটি।

 

সোমবার (৩০ ডিসেম্বর) সব ব্যাংকের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

 

হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেন বা অর্থপাচার কিংবা অনিয়মের কোনো প্রমাণ মিললে এসব হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে দেয় বিএফআইইউ।

 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

 

১২ সাংবাদিকের মধ্যে রয়েছেন- প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, উপ-প্রধান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্স সাংবাদিক অজয় দাসগুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

 

এর আগে গত ২৫ নভেম্বর দেশের ২৬ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ।

পাঠকের মতামত

পুনরায় সভাপতি জুলফিকার সেক্রেটারি রাশেদ পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের কমিটি গঠন

         বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূনরায় সভাপতি হিসেবে ...

৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ

         আবদুস সালাম টেকনাফ। কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ দিয়ে মাছ ধরার একটি ট্রলারে করে সমুদ্রে পাড়ি দিয়ে ...

নাফনদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা, এক মিয়ানমারের নাগরিক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশকালে ২ লক্ষ ৩০ ...

টেকনাফে ৯৫ হাজার ইয়াবা, মাদক কেনাবেচার ৯ লক্ষ টাকা উদ্ধার,আটক-১

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ...

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানে দাফন সম্পন্ন

         মুকুল কান্তি দাশ, চকরিয়া… কক্সবাজারের চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা  মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ...