রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি
সমস্ত ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের আহবান জানিয়ে ইসলামী স্কলার ড, মিজানুর আজাহারী বলেন,আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে অন্য ধর্মের সাথেও ঐক্য হতে হবে। ঐক্যের বিকল্প নেই। কিছু দিন আগে আমাদের লিডার ড, ইউনুস জাতীয় ঐক্যের জন্য সমস্ত দলকে ডাকছে না? ওনার কথায় আমাদের ঐক্য হতে হবে।
না হয় বিপদ আছে। নিজের মধ্যে মারামারি -মনমালিন্য করা যাবে না। তাওহিদের দাওয়াতের জন্য এক হতে হবে। আমরা যদি ঐক্য না হয়ে বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে। পরাশক্তিরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে।
আমরা একে অপরকে কাফের ফতুয়া দিয়ে নিজের মধ্যে মতানৈক্য না করি।
তিনি আরো বলেন,আমি পেকুয়ার তাফসিরুল কোরআন মাহফিল থেকে আলেম ওলামা ও সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি সমস্ত ভেদাভেদ ভুলে আমরা জাতীয় ঐক্যে আবদ্ধ হই।
গতকাল শুক্রবার ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সাবেকগুলদীর মাঠে অনুষ্ঠিত বৃহত্তর তাফসিরুল কোরআন মাহফিলে উপরোক্ত কথা বলেছেন। তিনি রাত ৮ টা আলোচনা করার কথস থাকলেও আলোচনা শুরু করেন সাড়ে ৯টায়। শেষ করেন রাত ১১টায়।)মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয় শুক্রবার সকাল ১০টায়। রাত ১১টায় শেষ শেষ অধিবেশন।এতে প্রধান মুফাসসিরের আলোচনা পেশ করেন ড. মিজানুর রহমান আজহারী ও প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ লন্ডন থেকে মাহফিলে ভিডিও প্রজেক্টে যুক্ত হয়ে বক্তব্য রাখেন,এদিকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ রাখেন ,এক আল্লাহ ছাড়া আমরা কাউকে মাথানত করি না।ফ্যাস্টিস সরকার ও জালেম সরকারের পতন হয়েছে এই বার।
পেকুয়া তাফসীরুল কোরআন মাহফিলে ১ম অধিবেশনে অধ্যক্ষ মৌলানা বদিউল আলমের সভাপতিত্বে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন শায়খ মুফতী ইব্রাহিম,মাওলানা আবদুল্লাহ আল আমীন,মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও কামরুল ইসলাম সাঈদ আনসারী ও দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সভাপতিত্বে ,মাওলানা সাদিকুল রহমান আজহারী,শায়খ সালাহ উদ্দিন মাক্কী প্রমুখ
পাঠকের মতামত