রেজাউল করিম রেজা,পেকুয়া
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্টিত তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল। আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল দশটায় কোরআন তেলওয়াতের মাধ্যমে মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
এতে প্রধান মুফাসসির হিসেবে ইসলামি স্কলারশীপ ড. মিজানুর রহমান আজাহারী ও ইসলামী আলোচক মুফতি আমির হামজা এবং অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. শফিকুল ইসলাম মাসুদ,বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়াও দেশ বরণ্য আরো ওলামা মশায়েখ উপস্থিত থাকবেন।
এদিকে মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও পেকুয়া থানা পুলিশ। তাছাড়া গতকাল বিকালে পেকুয়া উপজেলা প্রশাসন মাহফিল পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করছেন।
সরেজমিনে দেখা গেছে,মাহফিলকে ঘিরে ব্যাপক নিরাপত্তার অংশ হিসেবে চর্তুপাশে সিসিটিভি, জেনারেটর লাইট, স্বেচ্ছাসেবক সহ শতাধিক ভলান্টিয়ার ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া মাহফিলে মিনিমাম ৫ লক্ষ মানুষ একসাথে বসার ব্যবস্থা রয়েছে। দূর পাল্লা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের গাড়ি পার্কিং, সুলভ মূল্য খাওয়া দাওয়া, অজু, এস্তেঞ্জার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাহফিল পরিচালনা কমিটির প্রধান পরিচালক নেয়ামত উল্লাহ নিজামী বলেন, ভোর থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলে দলে লোকজন মাহফিলে আসা শুরু করেছে। আমরা ৫লাখ মানুষ এক সাথে বসার প্যান্ডেল করেছি। আরো লাখ লাখ মানুষ খোলা মাঠে বসে ওয়াজ শুনতে পারবে।তিনি আরো বলেন আমাদের প্রধান মুফাসসির ড, মিজানুর রহমান আজাহারি হেলিকপ্টার যোগাযোগ চলে এসেছেন।
এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়ার বৃহত্তর ঐতিহাসিক তাফসীর মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আমরা কাজ করছি।
পাঠকের মতামত