প্রকাশিত:
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:১৩ পিএম
প্রেস বিজ্ঞপ্তি॥
কক্সবাজারের উখিয়া উপজেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন হয়েছে। উখিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উখিয়া ষ্টেশন জামে মসজিদ (২য় তলায়) উখিয়া উপজেলা ইমাম সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি হাফেজ নুরুল আমিন মাহমুদের সভাপতিত্বে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক এর উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে ব্যালেটের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উখিয়া উপজেলা শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়।
কার্যকরি কমিটির নতুন সভাপতি নির্বাচিত হলেন- সভাপতি মাওলানা রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন- মাওলানা জাফর আলম। উক্ত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত