কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ মাঝের পাড়ায় অভিযান চালিয়ে ১লাখ৫০হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার আবুল হোসেনের ছেলে মোঃ মোস্তাক আহম্মদ (২১)ও একই এলাকার মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসন (৫৫)।
বুধবার(২৫ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিঃপুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)মোঃকামরুজ্জামান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় মাদক কারবারিরা ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে র্যাব-সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।তাদের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।পরে আটকদের হেফাজতে থাকা১লাখ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটককৃত ও পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদসহ সুযোগ বুঝে তারা পরস্পর যোগসাজসে ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারের অন্যান্য এলাকা ও দেশের বিভিন্ন স্থানে পাচার করতো বলে জানায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত