বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় থাইল্যান্ড ভিত্তিক সংগঠন “ধাম্মাকায়া” কর্তৃক নিয়ন্ত্রিত বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) বুধবার বিকাল ২ টার দিকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড পিস ইথিক্স ক্লাবের সহযোগিতায় অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর বাস্তবায়নে শান্তির জন্য নীতি নৈতিকতা-মূল্যবোধে এই পরীক্ষার আয়োজন করা হয় এমনটি জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ও উখিয়ার সমন্বয়ক রুপম বড়ুয়া ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মধু বড়ুয়া।
হল সুপারের দায়িত্ব পালন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন বড়ুয়া। তিনি জানিয়েছেন, এবার উখিয়া কেন্দ্রে ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে দুই ক্যাটাগরিতে বিভিন্ন বিদ্যালয়ে ৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রজ্ঞাবোধি মহাথের, অধ্যাপক রনজিত বড়ুয়া, প্রভাত বড়ুয়া প্রমুখ। তারা এই পরীক্ষা এবং সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পরে মধু বড়ুয়ার ব্যবস্থাপনায় দ্বিতীয় পর্যায়ে একই কেন্দ্রে অহিংসা বাস্তবান কমিটি (অবাক) উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত