উখিয়ায় বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উখিয়ার মরিচ্যা স্টেশনে বর্ণাঢ্য র্যালীর মধ্যে দিয়ে শুরু হয় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা।
এরপর মরিচ্যা জিএমএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ ও যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসমাঈল এর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক হাফেজ মফিজুর রহমান। সাংগঠনিক সংগীত পরিবেশন করেন ওয়ার্ড শাখার স্বাংস্কৃতিক সম্পাদক মাওলানা তাহের মাহমুদ।
হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদে সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ আবদুল গফুর এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ শাহ্ জরারিয়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা ছানা উল্লাহ।
এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জামিয়া ইমাম মুসলিম সেন্টারের শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুল গফুর নদীম
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের উপদেষ্টা সদস্য, মাওলানা গোলাম আকবর খাঁন, মাওলানা মুফতি মুসলিম উদ্দিন, সহযোগি হিসেবে অংশগ্রহন করেন ইসলামি দাওয়াতি কাফেলা সহ সদস্যবৃন্দ।
মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা।
পাঠকের মতামত