শহীদুল ইসলাম
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪ ১০:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণে আসার আগে ৬শ বেশি ঘর পুড়ে গেছে। প্রায় আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, সি-৫ ব্লকের সিআইসি অফিসের পাশের রোহিঙ্গা শেল্টারে ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এনজিও সংস্থা আইআরসি, হ্যান্ডিক্যাপ, এমএসএফ ও সিআইসি অফিস সহ অনুমান ৬২০টি ঘর আগুন পুড়ে যায়।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এতে এক শিশু এবং এক বৃদ্ধ রয়েছে। নিহতরা হলো- আবুল খায়ের (৬০) ক্যাম্প-১/ওয়েস্ট, সি/০৬ ব্লকের বাসিন্দা সোলায়মানের ছেলে ও শিশু মোঃ রাসেল (৭) ক্যাম্প-১/ওয়েস্ট, সি/০৫ ব্লকের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, কক্সবাজার, টেকনাফ ও উখিয়ার মোট ৮ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী, উখিয়া থানা পুলিশ ও ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

পাঠকের মতামত

হলদিয়ায় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

          উখিয়ায় বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ...

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ

         বিশেষ প্রতিনিধি। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের ফোনালাপ ...

কুতুপালংয়ে লাইসেন্স বিহীন শতাধিক ফার্মেসী!

         উখিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো লাইসেন্স বিহীন ফার্মেসী। ওষুধের দোকানগুলোতে ...

সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!

         কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক। ...